নওতাপ-এর উত্তাপ!
কয়দিন ধরেই শুনছি ‘নওতাপ’ আপা আসছে। নওতাপ আপা এলে তার পরপরই নাকি ‘রেমাল’ ভাই আসবে। তারপর দুইজন ঝগড়া করে ‘নওতাপ’ আপা রাগ করে খালার বাড়ি চলে যাবে। ‘রেমাল’ ভাই চলে গেলে আবার আসবে।
আগে কোনোদিন ‘নওতাপ’ আপার নাম শুনিনি, যদিও আপা নাকি প্রত্যেক বছরই এই সময়ে বাপের বাড়ি আসে এবং ২৫ মে থেকে ০২ জুন পর্যন্ত অবস্থান করে।
তো যথারীতি ‘নওতাপ’ আপা এলো। এরপর ‘রেমাল’ ভাই গতকালই উপকূল এলাকায় এসে পৌঁছেছিলো। ঝগড়াঝাটি শেষে ‘নওতাপ’ আপা খালার বাড়ি চলে গেলে ‘রেমাল’ ভাই আজ সকালে কিছুক্ষণ আগে (আনুমানিক সকাল ১১টা) আমাদের ঘরের দক্ষিণ এবং পূব দরজা দিয়ে ঢুকে উত্তর এবং পশ্চিম দরজা দিয়ে বেরিয়ে গেলো। আপনাদের বাড়িও কি গিয়েছিলো?
যাইহোক, আবার ‘নওতাপ’ আপার উত্তাপ সহ্য করার জন্য রেডি হন!