প্রকৃতি প্রেমী "গাছ সামাদ"

 
আব্দুস সামাদ শেখ

এই ভদ্রলোকের নাম আব্দুল সামাদ শেখ। ইনি ২০১৭ সালে মাত্র ষাট বছর বয়সে মারা গেছেন। বাস করতেন ফরিদপুরে। পেশায় ছিলেন রিকশাচালক।

 

আজ হঠাৎ এঁর কথা মনে পড়লো কেনো জানেন? বাইরের দাবদাহ দেখে। এই লোকটি পরিচিত ছিলেন “গাছ সামাদ” নামে। কারণ, মাত্র ১২ বছর বয়স থেকে মৃত্যুর কিছুদিন আগে হাসপাতালে ভর্তি হওয়া পর্যন্ত এই ভদ্রলোক প্রতিদিন একটা করে গাছ লাগিয়ে গেছেন। গাছ লাগাতেন সরকারি জমিতে। পরিচিতি পাওয়ার পর সেইসব গাছের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নি্তো সেখানকার ইউনিয়ন পরিষদ।


শেষ বয়সে ‘দ্য ডেইলি স্টার’ পত্রিকা থেকে এঁকে সম্বর্ধনা দেওয়া হয় আর তাঁর পরিবারের জন্যে একটু ভালো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়।


সেই সম্বর্ধনা সভায় এই রিকশাওয়ালা কাতর স্বরে বলেছিলেন, "আমি একা আর কতটুকুই বা পারবো! আপনারা সবাই এগিয়ে আসুন।"


এইসব লোকগুলোর জন্যেই আমরা আজও বেঁচে আছি। আমাদের সমস্ত বোঝা এঁদের ঘাড়ে চাপিয়ে আমরা দিব্যি ফুটানি মারি।😔


লিখেছেনঃ বিপ্লব কুমার দে


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url