ধর্মের শাখা প্রশাখা
৮টি ধর্মের চিহ্ন |
১।
- আপনি কি হিন্দু?
- হিন্দু।
- আমিও হিন্দু। আপনি
বৈষ্ণব, নাকি শাক্ত?
- বৈষ্ণব।
- হরে কৃষ্ণ, আমিও
বৈষ্ণব। আপনি গৌড়ীয় বৈষ্ণব, নাকি চৈতন্য বৈষ্ণব?
- চৈতন্য বৈষ্ণব।
- হরে কৃষ্ণ। আমিও
চৈতন্য বৈষ্ণব।
- তো আপনি কি ইস্কনে
নাকি শ্রী গুরু?
- ইস্কনে।
- হরে কৃষ্ণ, আমাদের
দেশি ইস্কন নাকি বিদেশি ইস্কন?
- দেশি।
- হরে কৃষ্ণ আমিও দেশি।
এভাবেই চলতে থাকে।
২।
- ভাই আপনি কি মুসলমান?
- হ, মুসলমান।
- সুবানাল্লাহ, আমিও
মুসলমান। আপনি শিয়া নাকি সুন্নি?
- সুন্নি।
- আলহামদুল্লিহ! আমিও
সুন্নি। কোন মাজহাবে আছেন?
- হানাফি
- মাশাল্লাহ, আমিও
হানাফি। আপনি সৌদি নাকি উপমহাদেশীয় হানাফি?
- উপমহাদেশীয়
- মারহাবা, আমিও
উপমহাদেশীয়। আপনি শরিয়তি নাকি মারফতি?
- শরিয়তি
- জাযাকাল্লাহু
খায়রান। আমিও শরিয়তি। আপনি চরমোনাই নাকি আটরশি?
- চরমনাই।
এভাবেই চলতে থাকে।
৩।
- ভাই আপনি কি
খ্রিস্টান?
- হ, খ্রিস্টান।
- ও জিসাস। আমিও
খ্রিস্টান। আপনে ম্যানডেইন নাকি অর্থোডক্স?
- অর্থোডক্স।
- ভালো, ভালো। আমিও অর্থোডক্স।
আপনে ওরিয়েন্টাল অর্থোডক্স, ইস্টার্ন অর্থোডক্স নাকি শুধু অর্থোডক্স।
- শুধু অর্থোডক্স।
- গড। আমিও। তা আপনে
ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট নাকি এঞ্জেলিকেনিজম।
- ক্যাথলিক।
- আমিও ক্যাথলিক।
এভাবেই চলতে থাকে।
৪।
- ভাই আপনি কি বৌদ্ধ?
- হ, ভাই বৌদ্ধ।
- কোন যানে আছেন,
হীনযান নাকি মহাযান?
- হীনযান বৌদ্ধ নিকায়।
- সাধু, সাধু। আমিও
হীনযানি। আপনে শ্রীলঙ্কান নাকি বঙ্গীয়?
- বঙ্গীয়
- মেত্তা করুণা মুদিতা
উপেক্ষা, আমিও বঙ্গীয়। আপনি বড়ুয়া নাকি মারমাগ্রী?
- বড়ুয়া।
- “সব্বে সত্তা সুখীতা
ভবন্তু”। আমিও বড়ুয়া। আপনি সংঘরাজ নাকি সঙ্ঘনায়ক?
- সংঘরাজ।
- বল বুদ্ধ বল। আমিও
সংঘরাজ দলে।
- তো আপনে কি
বনভান্তেবাদী, নাকি উছালা মার্মা?
- বনভান্তেবাদী
- সাধু, সাধু। আমিও তাই।
এভাবেই চলতে থাকে।
এ তো গেলো মাত্র প্রধান
৪টি ধর্মের অল্প কয়েকটি শাখা প্রশাখার কথা। জেনে রাখা ভালো যে, পৃথিবীতে মোট
ধর্মের সংখ্যা ৪২০০। এর শাখা প্রশাখার হিসেব জানতে গেলে তরী কোথায় গিয়ে ভিড়বে কে
জানে!
অথচ কথোপকথন টা যদি এমন
হতোঃ
- ভাই, আপনি কোন
প্রাণী?
- মানুষ।
- কি বলেন। আমিও তো
মানুষ!
- আহা, অনেকদিন পর
আরেকজন মানুষ দেখে ভালো লাগলো!
ফেসবুক থেকে
কপি করা