রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-২০)
খন্দকার নুরুল ইসলাম
খন্দকার নুরুল ইসলাম যিনি এলাকায় নুরু খন্দকার নামে পরিচিত ছিলেন। তিনি বাংলাদেশের ফরিদপুর জেলার (বর্তমান রাজবাড়ী জেলা) রাজনীতিবিদ
ও বংলাদেশের প্রথম জাতীয় সংসদের (১৯৭৩-৭৫) সংসদ সদস্য
ছিলেন (বাংলাদেশের সংসদীয় আসন নং ২১২ ফরিদপুর-২ এবং বর্তমানে ২১০ রাজবাড়ী-২ আসন)।
প্রাথমিক জীবন
খন্দকার নুরুল ইসলামের কোনো জীবনী সংগ্রহ করতে না
পারায় লেখকের অভিজ্ঞতার আলোকে যতোটুকু সম্ভব তুলে ধরা হলোঃ
খন্দকার নুরুল
ইসলাম রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মাছপাড়ায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন
আওয়ামীলীগের নিবেদিতপ্রাণ নেতা এবং বঙ্গবন্ধুর স্নেহভাজন। খর্বাকৃতি দেহের অধিকারী
হওয়ায় বঙ্গবন্ধু ঠাট্টা করে তাকে লিলিপুট বলে ডাকতেন। নিজ এলাকায় তিনি নুরু
খন্দকার নামে পরিচিত ছিলেন।
উল্লেখ্য, পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের ৫ বারের সফল ইউপি চেয়ারম্যান, পাংশা
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বর্তমানে ইউপি চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে আসন্ন
উপজেলা পরিষদ নির্বাচনে পাংশ উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো)
খন্দকার নুরুল ইসলামের সহোদর ছোটভাই।
উপজেলা নির্বাচনে অংশগ্রহণের জন্য ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে
উপজেলা নির্বাহী অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিচ্ছেন খন্দকার সাইফুল ইসলাম বুড়ো (বামে)
রাজনৈতিক জীবন
খন্দকার নুরুল ইসলাম ১৯৭৩ সালের প্রথম
জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-২
বর্তমান রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
১৯৭০ এর নির্বাচনে বঙ্গবন্ধু এই আসনে অরাজনীতিক স্কুল শিক্ষক সজ্জন
ব্যক্তি মোসলেম উদ্দিন মৃধাকে মনোনয়ন দিলে খন্দকার নুরুল ইসলাম তার পক্ষে নির্বাচনী
প্রচারণায় অংশ নেন।
মুক্তিযুদ্ধকালিন তিনি সংগঠকের ভূমিকা পালন করেন। রাজবাড়ীর কাজী হেদায়েত
হোসেন ও পাংশার মোসলেম উদ্দিন মৃধার নেতৃত্বে পরিচালিত ভারতের পশ্চিমবঙ্গের কল্যানী
যুব অব্যর্থনা তথা মুক্তিবাহিনী ট্র্যানজিট ক্যাম্পে কর্মরত ছিলেন খন্দকার নুরুল ইসলাম।
কল্যানী যুব অভ্যার্থনা তথা মুক্তিবাহিনী ট্র্যানজিট ক্যাম্পের কর্মকর্তাবৃন্দ
খন্দকার নুরুল ইসলাম অকাল মৃত্যুবরণ
করেন। জীবন বৃত্তান্ত না পাওয়ায় তার জন্ম-মৃত্যুর সঠিক তারিখ উল্লেখ করা সম্ভব হলো
না।