চিফ হিট অফিসার প্রসংগ

 


চিফ হিট অফিসার বুশরা আফরিন

বাংলাদেশে চিফ হিট অফিসার নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টার (আরশট-রক)। তিনি সেই ফাউন্ডেশনের হয়েই কাজ করবেন এবং সেই প্রতিষ্ঠান থেকেই বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করবেন। সিটি কর্পোরেশন থেকে তাকে কোনো সুযোগ সুবিধা দেয়া হয় না।

 

বিশ্বে একটি নতুন ইস্যু নিয়ে কাজ শুরু করেছে 'আরশট-রকফেলার ফাউন্ডেশন’। তারা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে কাজ করে, তাপমাত্রা বৃদ্ধি ও পরিবেশ নিয়ে কাজ করে থাকে। সেই প্রতিষ্ঠানের নিয়োগকৃত বাংলাদেশে্র চিফ হিট অফিসার বুশরা আফরিন। ঘটনাক্রমে তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুর রহমানের মেয়ে হওয়ায় নিয়োগ পাওয়ার পর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। গত কিছুদিন যাবৎ তাপদাহের তীব্রতা বেড়ে যাওয়ায় গুঞ্জন আরো বেড়ে গেছে।

 

তথ্যমতে বুশরাকে চিফ হিট অফিসার হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন নিয়োগ দেয়নি। চিফ হিট অফিসারের কোনো পদ উত্তর সিটি করপোরেশনে নেই, তাদের অর্গানোগ্রামেও নেই। বুশরা সেখানে বসবেনও না।

 

বুশরা আফরিন আরশট-রকফেলার ফাউন্ডেশনের একজন কর্মকর্তা। সিটি করপোরেশনের সঙ্গে কাজ করার ক্ষেত্রে তিনি ফাউন্ডেশনের টিমের সঙ্গে যুক্ত হয়ে কাজ করবেন, যেমন অন্যান্য আন্তর্জাতিক সংস্থার হয়ে বাংলাদেশি নাগরিকরা কাজ করে থাকেন।

 

বিষয়টি একেবারেই নতুন। পুরো এশিয়ার মধ্যে বুশরাকেই প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে ফাউন্ডেশনটি। প্রথম এই ইস্যুতে কাজ শুরু করতে যাচ্ছে, তাই তিনি প্রথমে ঢাকা উত্তর সিটিতেই কাজ করবেন। রকফেলার ফাউন্ডেশন যখন দক্ষিণ সিটি, নারায়ণগঞ্জ বা অন্য কোনো সিটিতে বা সারা বাংলাদেশব্যাপী কাজ করবে তখন তিনি সারা বাংলাদেশব্যাপী কাজ করবেন। তারা যদি এই ইস্যুতে ভারত, শ্রীলঙ্কা, নেপাল বা চীনে কাজ করে তাহলে বুশরা সেসব দেশেও কাজ করবেন।

 




Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 20 April, 2024 18:46

    🙏

    • Ataur Rahman Khan
      Ataur Rahman Khan 21 April, 2024 11:56

      ধন্যবাদ

Add Comment
comment url