রাজবাড়ী জেলার কীর্তিমানদের কথা (পর্ব-১৭)
মোহাম্মদ আবু হেনা
মোহাম্মদ আবু হেনা |
মোহাম্মদ আবু হেনা (জন্ম: ১৯৩৭): বাংলাদেশি সাবেক সরকারি কর্মকর্তা যিনি সচিব ছিলেন। তিনি ছিলেন বাংলাদ্দেশের সপ্তম প্রধান নির্বাচন কমিশনার।
মোহাম্মদ আবু হেনা ১৯৩৭ সালে
রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আমানত
আলী মল্লিক এবং মাতার নাম বেগম শাসুন্নাহার।
কর্মজীবন
আবু হেনা ১৯৬৩ সালে তৎকালীন পাকিস্তান সিভিল সার্ভিসে (সিএসপি) যোগদান করেন।
তিনি ০৯ এপ্রিল ১৯৯৬-এ প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিযুক্ত হন এবং ০৮ মে ২০০০ সালে
স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার কমিশনের অধীনে ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম
সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।