ইতিহাসের বড় শিক্ষাঃ "কেউ ইতিহাস হতে শিক্ষা নেয় না"‼️ - মো: আলী হোসেন

'এরন বুশনেল' নামটি এই মুহূর্তে টক অব দ্য ওয়ার্ল্ড






সারাবিশ্বের সংবাদ মাধ্যম এরন বুশনেলকে শিরোনাম করে খবর ছাপিয়েছে। ফিলিস্তিনের গাজায় মার্কিন সমর্থনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ জানিয়ে সে ওয়াশিংটনে  ইসরায়েলের দূতাবাসের সামনে নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহুতি দিয়েছে।



পুলিশ সূত্রের খবর, টেক্সাসের সান অ্যান্টোনিওর বাসিন্দা ওই সেনার নাম অ্যারন বুশনেল। তাঁর বয়স ২৫ বছর। তিনি মার্কিন বিমান বাহিনীর একজন সক্রিয় সদস্য বলে মার্কিন বিমান বাহিনীরই এক মুখপাত্র সংবাদমাধ্যম এএফপিকে নিশ্চিত করেছেন। আগুন নেভানোর পর তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবারই জানা গিয়েছিল, তাঁর অবস্থা আশঙ্কাজনক। সোমবার তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত জানা গিয়েছে।



মার্কিন যুক্তরাষ্ট্র নিজের দেশের স্বাধীনতার জন্য দীর্ঘ ৮ আট বৎসর বৃটেনের বিরুদ্ধে যুদ্ধ করেছিল (১৭৭৫-১৭৮৩)। গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আমেরিকার তের উপনিবেশের বিদ্রোহের ফলে যুক্তরাষ্ট্র গঠিত হয়। প্রথমে এ লড়াই শুধু উপনিবেশে সীমাবদ্ধ থাকলেও ফরাসি ও স্প্যানিশদের আগমনের ফলে তা ইউরোপ, ক্যারিবীয় ও ইস্ট ইন্ডিজে ছড়িয়ে পড়েছিল।

আর এখন সারাবিশ্বের অশান্তির মূলে সেই পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনীদের মাতৃভূমি হতে জোর পূর্বক উৎখাত করে বৃটেন ও তাদের মিত্রগণ ইসরায়েল নামক একটি সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র গঠন করে ফিলিস্তিনিদের স্বভূমে রিফিউজি করেছে।


বাইডেনের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে একজন মার্কিন সেনার আত্মদান পৃথিবীর মুক্তির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। স্যালিউট হে বীর মুক্তি সেনানী। তোমার দেশ সারা পৃথিবীব্যাপী, তুমি বিশ্বনাগরিক। তোমার আত্মত্যাগ বৃথা যাবেনা

বিশ্ব বেঈমান যুদ্ধবাজ জয়নাল বাতেন (জো বাইডেন)


 সর্বশেষঃ ইসরায়েল উত্তাল। নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে লাখ লাখ ইসরায়েলী রাস্তায় নেমেছে।

কোষ্ঠাঠিন্যের রোগী (বনি আমীন) নেতানিয়াহু


লিখেছেন: #Md. Ali Hossain



Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous 28 February, 2024 13:05

    I have nothing to say in this regard. Just bowing my head to you and congratulating for this publication. Many thanks brother. 🙏🌺🌹🌺

  • Anonymous
    Anonymous 01 March, 2024 00:09

    এডিটিংয়ের মুনশিয়ানা পারফেক্ট হয়েছে। ধন্যবাদ আতা ভাই। কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হলাম।🙏

Add Comment
comment url