একুশে পদক প্রাপ্ত সাদা মনের মানুষ জিয়াউল হক
একুশে পদক প্রাপ্ত জিয়াউল হক |
ভদ্রলোক পেলেন একুশে পদক। তাকে দেখতে অনেকে তার বাড়িতে যাচ্ছে। কিন্তু সকাল থেকে তিনি বাড়িতে নেই। ঘরে চাল কেনার টাকা না থাকায় দই ও ক্ষীর বিক্রি করতে বের হয়েছেন। ৯০ বছরের বৃদ্ধ সাধারণ মানুষটার একুশে পদক পাওয়ার কারণ কী?
ভদ্রলোকের নাম জিয়াউল হক। পেশায় দই বিক্রেতা। গ্রামে গ্রামে ফেরি করে দই বিক্রি করেন তিনি। সেইসাথে বই পড়তে উদ্বুদ্ধ করেন সবাইকে।
১৯৫৫ সালে পঞ্চম শ্রেণি পাস করার পর টাকার অভাবে পড়ালেখা বন্ধ হয়ে যায় তার। পরবর্তীতে তার হাতে টাকা জমলেই তিনি গরীব ছাত্রছাত্রীদের বই কেনার ব্যবস্থা করে দিতেন। এভাবে অসংখ্য মানুষ তার নিকট থেকে উপকৃত হয়েছে। তার দেওয়া বই পেয়ে অনেকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ালেখা করেছে। নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
অনেক অসহায় নারীকে তিনি বাড়ি পর্যন্ত করে দিয়েছেন। অথচ এই ৯০ বছর বয়সেও তাকে জীবিকার তাগিদে কাজ করতে হয়। এমন মানুষও দুনিয়ায় আছে ভাবা যায়!!
জিয়াউল হকের প্রতি রইলো অকুন্ঠ শ্রদ্ধা।