আমরা (VAT) বা মূল্য সংযোজন কর কাকে দিচ্ছি(!):

 



সরকারি নির্দেশনা মোতাবেক যেকোন ক্রেতাসাধারণকে কোন সুপার মল বা নামি-দামি প্রতিষ্ঠান বা হোটেল রেস্টুরেন্ট বা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান থেকে কোন পণ্য সামগ্রী ক্রয় বা সেবা গ্রহণ করার সময় একটা নির্দিষ্ট হারে VAT বা মূল্য সংযোজন কর প্রদান করতে হয়। এটা বাধ্যতামূলকও বটে।

 

কিন্তু আমরা যে VAT বা মূল্য সংযোজন কর প্রদান করে আসছি সত্যি সত্যিই কি তার সবটুকুই সরাসরি সরকারি কোষাগারে জমা হচ্ছে? কোন পণ্য বা সেবা গ্রহণের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে তার মূল্য পরিশোধ করা হয়। এই পরিশোধ প্রক্রিয়ার সাথে সাথে প্রদত্ত বিল বা ভাউচারে পণ্য বা সেবার মূল্যের পাশাপাশি VAT বাবদ একটা নির্দিষ্ট অংক দেখানো হয় যা যথারীতি ক্রেতা সাধারণের নিকট থেকে আদায় করা হয়। কিন্তু VAT এর এই টাকা সরকারি কোষাগারে জমা হওয়ার কোন নিদর্শনপত্র ক্রেতাকে দেওয়া হয় না। শুধু মুখে জানিয়ে দেওয়া হয় VAT সংশ্লিষ্ট প্রতিষ্ঠান কর্তৃক মাসে একবার বা দুইবার সরকারি কোষাগারে জমা দেওয়া হয়ে থাকে। কী অবিশ্বাস্য এক প্রতারণা!

 

পণ্য বা সেবা ক্রয়কালীন সময় ক্রেতা সাধারণ তার মূল্য বাবদ নগদে অথবা তাদের ডেবিট বা ক্রেডিট কার্ড ইত্যাদির মাধ্যমে যখন মূল্য পরিশোধ করেন তখন তা বিক্রেতার হিসাবে সরাসরি জমা হয়ে থাকে। অথচ ক্রেতাসাধারণের নিকট থেকে আদায়কৃত VAT অটোমেশন পদ্ধিতে সমস্ত প্রতিষ্ঠান থেকে সরাসরি সরকারি কোষাগারে জমা হয় না। এ'ব্যাপারে আদায়কৃত VAT অটোমেশন পদ্ধতিতে সরকারি কোষাগারে জমা হওয়ার একটা পদ্ধতি চালু করা হলে এ'ব্যাপারে আর কোন সংশয়ের অবকাশ থাকে না।

 

মাসিক ভিত্তিতে VAT প্রদান প্রক্রিয়ার ব্যাপারে সংশ্লিষ্ট দু'একটি প্রতিষ্ঠানের মালিকদের সাথে কথা বলে যা জানতে পেরেছি তাতে খুব একটা আশ্বস্ত হতে পেরেছি এমন অভিজ্ঞতা বন্ধুদের সাথে share করতে অপারগ হওয়ার জন্য দুঃখিত। ক্রেতাদের নিকট থেকে নিয়মিত VAT আদায় করা হলেও সেটি সরকারি কোষাগারে জমা দেওয়া হয় অনেকের মর্জি মাফিক নির্দিষ্ট একটা অংকে। অনেক ক্ষেত্রে তা বকেয়ারও নিদর্শন রয়েছে। এটা অনাকাঙ্ক্ষিত।

 

রাষ্ট্র চালানোর জন্য সরকারের অবশ্যই রাজস্বের দরকার। আর রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের রাজস্ব প্রদান নৈতিক কর্তব্য। যে দেশের নাগরিক যত বেশি কর প্রদান করেন; সেই দেশ আর জাতি তত বেশি উন্নত। কিন্তু আমরা সরকারকে যে কর বা VAT দিচ্ছি, তা কি সবটুকুই সরকারি কোষাগারে জমা হচ্ছে? যদি এর জবাব হ্যা বোধক হয় তাহলে আমরা ভাগ্যবান এবং পৃথিবীতে একটা উন্নত জাতি হিসেবে গর্ব করতে পারি। আর যদি এর ব্যত্যয় হয় তাহলে আমাদের সত্যিই আশাহত না হয়ে উপায় নেই।

 

আমি যতটুকু জানতে পেরেছি, সমস্ত প্রতিষ্ঠান থেকে আদায়ীকৃত VAT সরাসরি সরকারি কোষাগারে অটোমেশন পদ্ধিতে জমা হয় না। আদায় প্রক্রিয়াটা নিয়ে এখনও সরকার কোন অটোমেশন পদ্ধতিতে বোধহয় উপনীত হতে পারেন নি। এ'নিয়ে দু'পক্ষ একটা বোঝাপড়ার পর্যায়ে রয়েছেন। উল্লেখ্য যে, পণ্য বা সেবা বিক্রয়কারী প্রতিষ্ঠান কিন্তু VAT ও নিজেদের মুনাফাসহ তাদের মোট প্রাপ্য মূল্য ক্রেতাদের নিকট থেকে আদায় করে থাকেন। তাই, ক্রেতাসাধারণের কাছ থেকে VAT বাবদ যা কিছু আদায় করা হয় তা সরকারের নিরঙ্কুশ পাওনা। এটা সরকারি কোষাগারে সরাসরি জমা হতে কারো কোন ক্ষতি-বৃদ্ধি হওয়ার কথা নয়। কাজেই এতে কোন অন্তরায় থাকাও কাম্য নয়।

 

উপরের কথাগুলো একজন সাধারণ ভোক্তা ক্রেতা হিসেবে লব্ধ অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করলাম। VAT সংক্রান্ত আমার কোন পুর্ব অভিজ্ঞতা বা জ্ঞান নেই। অনভিজ্ঞতা হেতু এতে প্রচলিত বিধি বিধানের পরিপন্থী কোন তথ্য উপস্থাপিত হলে আমি আগেই ক্ষমা প্রার্থী। তবে সরকারি কোষাগারে জমাদানের জন্য আদায়কৃত অর্থ যথারীতি সরকারি কোষাগারে জমা হবে এটিই সকলেরই প্রত্যাশা।।

লিখেছেনঃ Zahid Hussain

 

এ প্রসঙ্গে এই ব্লগের এডমিনের অভিজ্ঞতাঃ

এই ব্লগের এডমিনের কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করার সুবাদে এর বাস্তবতা উপলব্ধি করার সুযোগ হয়েছে। দেখা গেছে একটি পন্যের উৎপাদক থেকে শুরু করে পরিবেশক – পাইকার – ক্ষুদ্র ব্যাবসায়ী সবাই দফায় দফায় ভ্যাট সংযোজন করে মূল্য নির্ধারণ করে, যার সম্পূর্ণটাই শেষ পর্যন্ত ভোক্তার উপরে চাপে। কিন্তু কেউই ঠিকমত ভ্যাট পরিশোধ করেন না বা সরকারি কোষাগারে জমা দেয় না। ভ্যাট কর্তৃপক্ষের নজরে এলে তখন তা “বানরের পিঠা ভাগ” করার মতো অবস্থা হয়। ফলে যৎসামান্যই সরকারি কোষাগারে জমা হয়। কেউ কেউ আছেন একেবারে দেনই না।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url