জীবনযোদ্ধার রোজনামচা(০৮-০১-২০২৪)

 

(১) বঙ্গবন্ধুর মুক্তিলাভ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান


০৮ই জানুয়ারি। ১৯৭২ সালের এইদিনে পাকিস্তান কারাগার থেকে মুক্তি লাভ করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জুলফিকার আলি ভুট্টো বঙ্গবন্ধুকে হিথ্রোগামী একটি বিমানে তুলে দেন।


দৈনিক ইত্তেফাক-এ বঙ্গবন্ধুর মুক্তি সংবাদ



(২)

লেখার শেষাংশে সতর্কবার্তা!

এক সময় জয় বাংলা বলা যেতো না, বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেতো না। ২১ টা বছর মনোকষ্টে ভুগেছি।

এখন যারা আন্দোলন করছে, এদের "নাড়ি-নক্ষত্র" যাচাই করে চরিত্রে মুক্তিযুদ্ধ বিরোধী গন্ধ পাওয়া গেলে রাজনীতি থেকে চির বিদায়ের ব্যবস্থা করা হোক।

মুক্তিযুদ্ধ বিরোধীরাই যদি রাজনীতি করবে, স্বাধীনতাবিরোধী কথাবার্তা বলবে, তাহলে আর দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে!

এটা আইন দ্বারা হবে না। আমাদের মুক্তিযুদ্ধ যেমন আইন দ্বারা শুরু হয় নাই, এদেরকেও ক্ষ্যান্ত করতে হবে সেই পদ্ধতিতে।

এ ব্যাপারে জনগণের সাহায্য নেয়া যেতে পারে। জনগণের সিদ্ধান্তই আসল সিদ্ধান্ত।

******

সাবধান!

টানা চতুর্থবারের মতো নির্বাচনে জিতে কেউ আত্মহংকরে ভুগবেন না। মনে রাখবেন, জনগণের কাছে আপনাদের জবাবদিহি করতে হবে।

আমাদের অহংকার, আমাদের নির্ভরতার প্রতীক মাননীয় জননেত্রী এই সতর্কবার্তার আওতার বাইরে। তিনি নিজেই জানেন, তাঁকে কি করতে হবে।

 

(৩)

শক্তিশালী দেশপ্রেমিক দল যেহেতু গড়ে উঠছে না - আওয়ামীলীগে তো নেতার অভাব নাই, বিকল্প হিসেবে "আওয়ামী স্বতন্ত্র লীগ" কিংবা "তৃণমূল আওওয়ামীলীগ" নামে খুললে কেমন হয়!?

তারা বিরোধী আসনে বসবে এবং সরকারের ভুলত্রুটি ধরিয়ে সমালোচনা করবে, যাতে দেশ বিরোধী শক্তি আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

 

(৪)

সর্বশেষ খবরে জানা গেল, ২০২৪ সালের ০৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ৪১.৮ শতাংশ ভোট পড়েছে যা একেবারেই স্বাভাবিক। 

ভোটার তালিকায় নাম এক জায়গায়, বর্তমানে বসবাস করছে আরেক জায়গায়। অনেকে আবার কর্মক্ষেত্রের কাছে ভোটার হলেও ছুটি পেয়ে বাড়িতে চলে গেছে। এমন না হলে এবং যদি অনলাইনে ভোট দেয়ার সুযোগ থাকতো তাহলে কমপক্ষে ৮০ শতাংশ ভোট পড়তো।

 

(৫)

নির্বাচনে দলীয় প্রার্থীদের স্বতন্ত্র হিসেবে নির্বাচনের সুযোগ দিয়ে একটি ভালো দৃষ্টান্ত স্থাপন করলেন শেখ হাসিনা। এতেনির্বাচনও উৎসবমুখর হয়ে ওঠে।

 

(৬)

নির্বাচনে জেতার পর আওয়ামীলীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার প্রাণবন্ত সাংবাদিক সম্মেলন।

সম্মেলনে বিদেশি সাংবাদিকদের কাছ থেকে পাওয়া অভিনন্দন এবং প্রশ্নের জবাব দেন তিনি।

 

শেখ হাসিনা


উপস্থিত বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকবৃন্দ


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url