বিশ্বের মুসলিম নারী নেতৃবৃন্দ (পর্ব-৩৭) – মরক্কো
মবারকা বোয়াইদা
মবারকা বোয়াইদা |
মবারকা
বোয়াইদা (জন্ম ১৯৭৫): একজন
মরোক্কান রাজনীতিবিদ। তিনি বেনকিরানে সরকারের পররাষ্ট্র ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী
হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জুলাই ২০১৯-এ দক্ষিণ-পূর্ব অঞ্চলের গুয়েলমিম-ওয়েদ
নউনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি মরক্কোর আঞ্চলিক নেতা হিসেবে নির্বাচিত প্রথম
মহিলা।
বোয়াইদা ১৯৭৫ সালে গুয়েলমিমের কাছে
লাকসাবিতে জন্মগ্রহণ করেন। তিনি টেকনা কনফেডারেশনের অংশ আইত লাহচেন উপজাতির সাহরাউই
বংশোদ্ভূত।
বোয়াইদা ক্যাসাব্লাঙ্কার গ্র্যাজুয়েট
স্কুল অফ ম্যানেজমেন্ট থেকে ডিগ্রী এবং হুল ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি
অফ টুলুস থেকে কমিউনিকেশনে মাস্টার্স করেছেন।
বোয়াইদা ২০০৩ সাল থেকে পেট্রোম
গ্রুপের অডিট এবং ম্যানেজমেন্ট কন্ট্রোলের পরিচালক ছিলেন।
বোয়াইদা “ন্যাশনাল র্যালী
অব ইন্ডিপেন্ডেন্স”র একজন সদস্য। তিনি ২০০৭ সালে আনফাদের
প্রতিনিধিত্ব করার জন্য মহিলা কোটার অধীনে প্রতিনিধি পরিষদে নির্বাচিত হন। তিনি
ছিলেন প্রতিনিধি পরিষদের সর্বকণিষ্ঠ সদস্য। তিনি ফরেন অ্যাফেয়ার্স এবং জাতীয়
প্রতিরক্ষা এবং ধর্মীয় বিষয়ক কমিটির সভাপতিত্ব করেন এবং মরক্কো ও ইউরোপীয় পার্লামেন্টের
মধ্যে সম্পর্কের দায়িত্বে ছিলেন। জুন ২০০৯-এ তিনি গ্রেটার ক্যাসব্লাঙ্কার সিটি কাউন্সিলেও
নির্বাচিত হন।
২০১০ সালে নারী কোটার বাইরে দ্বিতীয় সংসদীয় মেয়াদে বোয়াইদা
সরাসরি নির্বাচিত হন। তিনি ১০ অক্টোবর ২০১৩ তারিখে রাজা ষষ্ঠ মোহাম্মদ কর্তৃক পররাষ্ট্র
বিষয়ক মন্ত্রী-প্রতিনিধি নিযুক্ত হন। ২০১৭ সাল থেকে তিনি কৃষি ও মৎস্যমন্ত্রীর রাজ্য
সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বোয়াইদা সেপ্টেম্বর ২০১১
সাল থেকে ইন্টারন্যাশনাল পার্লামেন্টারিয়ান ফোরাম ফর ডেমোক্রেসির ভাইস-প্রেসিডেন্ট
এবং কাউন্সিল অব ইউরোপের উত্তর-দক্ষিণ কেন্দ্রের সদস্য। তিনি ‘মোস্তাক্বাল
অ্যাসোসিয়েশনের ফর এডুকেশনের সাধারণ সম্পাদকও। ২০১২ সালে ওয়ার্ল্ড
ইকোনমিক ফোরাম তাকে "ইয়ং গ্লোবাল লিডার" হিসেবে মনোনীত করে। তিনি ইউরো-ভূমধ্যসাগরীয়
সংসদীয় পরিষদেও মরক্কোর প্রতিনিধিত্ব করেন। ২০১৫ সালে তিনি জো বাইডেনের
নেতৃত্বে হোয়াইট হাউজে অনুষ্ঠিত ‘চরম সহিংসতা প্রতিরোধ’ বিষয়ক
শীর্ষ সম্মেলনে মরক্কোর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
৫ জুলাই ২০১৯-এ বোয়াইদা ‘গুয়েলমিম-ওয়িদ নউন’ এর আঞ্চলিক নেতা নির্বাচিত
হন। তিনিই প্রথম মহিলা যিনি দেশটির একজন আঞ্চলিক নেতা হিসেবে নির্বাচিত হন।
সূত্রঃ ইন্টারনেট