বিশ্বের মুসলিম নারী নেতৃবৃন্দ (পর্ব-২০)-বাংলাদেশ

 

বঙ্গবন্ধুর নেতৃত্বে সংসদে নারী (মুসলিম-অমুসলিম) সদস্যগণ


বঙ্গবন্ধু ও বেগম বদরুন্নেসা আহমেদের মাঝে নাজমা শামীম লাইজু



জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে নির্বাচিত নারী সংসদ সদস্যরা জাতীয় পর্যায়ে এবং নারী অধিকারের ক্ষেত্রে কার্যকর ও গতিশীল ভূমিকা রাখেন। ভাষা আনোলন, ৬ দফার আন্দোলন, যুক্তফ্রন্ট নির্বাচন, মুক্তিযুদ্ধেকালিন সংগঠক এবং মুক্তিযুদ্ধ পরবর্তী দেশগঠনমূলক কর্মকান্ডে তাদের ভূমিকা স্মরণযোগ্য।


 নাজমা শামীম লাইজু 

নাজমা শামীম লাইজুঃ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক যিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

 

নাজমা শামীমা লাইজু ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে মহিলা আসন-২ থেকে তিনি বাংলাদেশ আওয়ামীলীগ্র মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

তসলিমা আবেদ

তসলিমা আবেদ ছিলেন একজন বাংলাদেশী নারী অধিকার কর্মী এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি সংসদ সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

তসলিমা আবেদ ১৯৭২ সালে সংসদ সদস্য ছিলেন। তিনি ছিলেন কেন্দ্রীয় মহিলা পুনর্বাসন সংঘের প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ, যা ছিলো সুফিয়া কামাল প্রতিষ্ঠিত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সামরিক বাহিনীর সদস্যদের দ্বারা ধর্ষিত মহিলাদের সাহায্য করার জন্য নিবেদিত একটি ফাউন্ডেশন। ফাউন্ডেশনের অফিস ছিলো ঢাকার ইস্কাটনে। ফাউন্ডেশনের কাজ ছিলো পাকিস্তানি সেনাদের দ্বারা ধর্ষণের শিকার নারীদের পুনর্বাসন করা। ১৯৭৪ সালে বাংলাদেশ সরকার ফাউন্ডেশনের নাম পরিবর্তন করে “বাংলাদেশ নারী পুনর্বাসন ও কল্যাণ ফাউন্ডেশন” এবং এটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সংযুক্ত করা হয়।

 

তসলিমা ১৯৮০ সালে জিয়ার মন্ত্রীসভায় যোগ দেন এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮০ সালের জুলাই মাসে কোপেনহেগেনে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূরীকরণের কনভেনশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

 

আজরা আলী 

আজরা আলীঃ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

 

আজরা আলী ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। তিনি ১৯৭৩ সালে  প্রথম জাতীয় সংসদে মহিলা আসন-৬ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

রাফিয়া আখতার ডলি 

রাফিয়া আখতার ডলিঃ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ ও মুক্তিযুদ্ধের সংগঠক। তিনি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন।

 

রাফিয়া আখতার ডলি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠক হিসেবে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন।  তিনি ১৯৭৩ সালে প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৭ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

ফরিদা রহমান

ফরিদা রহমান প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-৫ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

অধ্যাপিকা মমতাজ বেগম

মমতাজ বেগমঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১৩ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

আর্জুমান্দ বানু

আর্জুমান্দ বানুঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১৪ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

শ্রীমতি কণিকা বিশ্বাস

শ্রীমতি কণিকা বিশ্বাসঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১১ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।   

শ্রীমতি সুদীপ্তা দেওয়ান

সুদিপ্তা দেওয়ানঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১৫ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন।

 

বেগম নূরজাহান মুরশিদ

বেগম নূরজাহান মুরশিদঃ বাংলাদেশের প্রথম জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন-১০ থেকে আওয়ামীলীগের মনোনীত সংসদ সদস্য ছিলেন। বেগম নুরজাহান মুরশিদ সম্পর্কে  একটি পৃথক নিবন্ধ লেখা হবে।

 

 

 

 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url