একাত্তর জার্নালের কাঠগড়ায় ভারতের সাংবাদিক চন্দন নন্দী

 

ছবি: একাত্তর টিভি


ভারতের সাংবাদিক (তার ভাষায়: Independent Journalist) চন্দন নন্দী এক রিপোর্টে ডেডলাইন দিয়েছিলেন, ০৩ নভেম্বর শেখ হাসিনার সরকার ক্ষমতা হস্তান্তর করবে। এ সংক্রান্ত যুক্তরাষ্ট্র সরকারের নির্দেশ(!) সম্বলিত চিঠির কপি নাকি তার কাছে আছে।
একাত্তর টিভির দাওয়াতে চন্দন নন্দী আজ যুক্ত হয়েছিলেন একাত্তর জার্নালে। টিভি পর্দায় ঢুকেই তিনি জানালেন, আমার "বাংলাটা ঠিক আসে না"।
অনুষ্ঠানের সঞ্চালক ফারজানা রূপা, অনুষ্ঠানের অতিথি জাহিদুল আহসান পিন্টু ও আরেক অতিথি মাসুদ কামাল - চন্দন নন্দীকে অবশ্য বাংলায়ই চেপে ধরেছিলেন। চন্দন নন্দী প্রথম প্রথম ইংরেজি বাংলা মিশিয়ে বললেও ধরা খেয়ে আর ইংরেজি এলোনা, বাংলায়ই মুখ লুকানোর চেষ্টা করলেন।
অবশেষে ফারজানা রূপা যখন অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলো, মনে হলো, আসামি মুক্তি পেলে কাঠগড়ায় তার যে অভিব্যক্তি ফুটে ওঠে, তার চেহারায়ও ঠিক তেমন স্বস্তির ছাপ ফুটে উঠেছে। অর্থাৎ "ছেড়ে দে মা কেঁদে বাঁচি" অবস্থা।
আহা, বেচারা! দ্বিতীয় "পিনাকী"!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url