বিশ্বের মুসলিম নারী নেতৃবৃন্দ (পর্ব-১৭)-বাংলাদেশ
সিমিন হোসেন রিমি
সিমিন হোসেন রিমি |
সিমিন হোসেন রিমি (জন্ম: ১৯ আগস্ট
১৯৬১: হলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী
তাজ উদ্দীন আহমদের কন্যা। তিনি বাংলাদেশের একজন
রাজনীতিবিদ। বর্তমানে বাংলাদেশের ক্রমানুসারে ১৯৭ নং গাজীপুর-৪ আসন থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি
তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে
একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন। তিনি সংস্কৃতিক
বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
সিমিন হোসেন রিমি ১৯৬১ সালের
১৯ আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানেরম ঢাকা জেলার গাজীপুরে জন্মগ্রহণ
করেন। তার
পিতা বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজ উদ্দীন আহমদ এবং
মাতা বিশিষ্ট রাজনীতিবীদ সৈয়দা জোহরা
তাজউদ্দীন-এর সন্তান। তার
স্বামীর নাম মুশতাক হোসেন। রিমির পৈত্রিক বাড়িঃ
দরদরিয়া, রায়েদ, কাপাসিয়া, গাজীপুর।
২০১২ সালের সেপ্টেম্বরে গাজীপুর-৪ আসনের
উপ-নির্বাচনে সিমিন হোসেন রিমি নির্বাচিত হন। তিনি
২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত ১০ম জাতীয় সংসদ
নির্বাচনে বাংলাদেশ আওয়ামী
লীগ-এর মনোনয়নে ১৯৭ (গাজীপুর-৪) নং
আসন থেকে ২য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২২ সালের নভেম্বরে
রিমিকে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য হিসেবে নিয়োগ দেয়া হয়।
উল্লেখ্য, এর আগে তার ছোটভাই
সাবেক স্বরাষ্ট প্রতিমন্ত্রী তানজীম আহমেদ সোহেল তাজ ওই আসনের সংসদ সদস্য ছিলেন।
সোহেল তাজ ২০১২ সালে মন্ত্রীসভা থেকে এবং পরবর্তীতে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ
করলে আসনটি শূণ্য হয়। পরবর্তীতে উপ নির্বাচনে রিমিকে আওয়ামীলীগের প্রার্থী হিসেবে
মনোনয়ন দিলে তিনি সংসদ সদস্য হন।