এ আর রহমানের লৌহ কপাট নিয়ে অনিন্দিতা কাজীর ক্ষোভ!


বাংলাদেশের রণসঙ্গীত "কারার ঐ লৌহ কপাট" বিকৃতের নিন্দা



অনিন্দিতা কাজী



বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দেশপ্রেমের গানের ঝাঁজ ধরতে গিয়ে চরম বিতর্কে জড়ালেন অস্কারজয়ী ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান। ইতিপূর্বে ভারতীয় সঙ্গীত সংস্কৃতিতে রিমেক গান একাধিকবার যেমন স্বাগত হয়েছে, ঠিক তেমনই সমালোচনার জালেও জড়িয়েছে! এবার হিন্দি ‘পিপ্পা’ ছবিতে দেশাত্মবোধ চাগার দিতে যেভাবে কাজী নজরুল ইসলামের গান ধার করে তাতে রংচঙে মোড়কে পরিবেশন করেছেন এ আর রহমান, তাতে ক্ষুব্ধ দুই দেশের  শ্রোতারা। বিশেষ করে, খেপে উঠেছে বাঙালি বলয়। এবার ‘কারার ওই লৌহ কপাট’ গান বিতর্কে মুখ খুললেন কাজী নজরুল ইসলামের নাতনি ও সংগীতশিল্পী অনিন্দিতা কাজী।


দাদুর এমন কালজয়ী গান নিয়ে কাটাছেঁড়া মোটেই পছন্দ হয়নি সঙ্গীতশিল্পী অনিন্দিতা কাজীর। এই বিষয়ে এই শিল্পীর মন্তব্য, সুর যেমনই হোক, প্রত্যেক গানেরই একটা নিজস্ব ভাষা, ভঙ্গি ও ভাব থাকে। সেটা নষ্ট হলে স্বভাবতই গানের আসল সৌন্দর্য নষ্ট হয়ে যায়। গানে তো শুধু সুরের নয়, ভাবেরও একটা জায়গা থাকে। এ আর রহমানের এই গানের ক্ষেত্রে হয়তো এমনটাই ঘটেছে বলে মানুষের পছন্দ হচ্ছে না।


প্রসঙ্গত, নির্মাতা রাজাকৃষ্ণ মেনন পরিচালিত ছবি ‘পিপ্পা’য় ব্যবহার হয়েছে নজরুল সৃষ্ট এই গান । ১৯৭১ এর ভারত - পাক যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া এই ছবিতে ব্যবহৃত হয়েছে নজরুল ইসলামের লেখা ‘কারার ওই লৌহ কপাট’ গানটি। সেই গানকেই নতুনভাবে রিমেক করছেন এ আর রহমান। আর তা শুনেই রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছে নেটিজেনদের একাংশ। স্বাভাবিকভাবেই বাংলার সঙ্গীত জগতেও ক্ষোভের আঁচ! এ আর রহমান বলেও কোনো রকম প্রশ্রয় নয় রাঘব চট্টোপাধ্যায়, শিলাজিৎ মজুমদার এবং হৈমন্তী শুক্লাদের।


স্টার আনন্দ প্রতিবেদক 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url