"মজা মারে ফজা ভাই, মধ্যিখানে ঘুম কামাই"




মনে করেন আপনি দুর্নীতি করে অঢেল সম্পদের মালিক য়েছেন যা আপনার চৌদ্দপুরুষ বসে খেতে পারবে (অনেকেই করেছেন)। তারপর একদিন 'পেঁয়াজের খ্যাপে' চলে গেলেন! আপনার সম্পদ আপনার পুত্র-কন্যা, নাতী-নাতনী এভাবে প্রজন্মের পর প্রজন্ম পর্যায়ক্রমে ভোগ করতে থাকলো। তাতে আপনার লাভ কি?


এবার মনে করেন, আপনি পুনঃজন্ম লাভ করলেন (কথার কথা)। এবার যদি আপনি আপনার উত্তরপুরুষদের কাছে দাবি করেন, 'এসব সম্পত্তি আমার, আমি রেখে গিয়েছিলাম। তোমরা এতোদিন ভোগ করেছো। এখনো করো আপত্তি নাই। আমাকে শুধু বেঁচে থাকার জন্য এ থেকে কিয়দংশ দাও। কেউ কি আপনার সে আবেদন গ্রাহ্য করবে? এক টুকরো সম্পদ দেবে আপনাকে?
বরং বলবে, 'আপনি কে হে মশাই? কোত্থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছেন! আপনার কথা আমার বাপ তো দূরের কথা, আমার দাদা পরদাদাও তো কোনোদিন বলেননি!

তখন হয়তো আপনি মনের দুঃখে সৃষ্টিকর্তাকে বলবেন, 'হে পরম করুণাময় দয়ালু মহান সৃষ্টিকর্তা, আপনি দয়াকরে এখুনি মাটি ফাঁক করুন। আমি পুনরায় আপনার কাছে প্রত্যাগমন করতে চাই'। তখন সৃষ্টিকর্তা ঈষৎ মুচকি হেসে বললেন, 'দেখো কেমন লাগে'!!

আল্লাহ হয়তো আপনার জন্যে এটাই হাবীয়া দোজখ নির্ধারণ করে রেখেছেন (অন্য ধর্মালম্বীগন পড়ুন নরক, Hell etc.)।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url