নেতা বসে লন্ডনে খেতে থাকে গাজা - ইমরান পরশ
ইমরান পরশ |
নেতা বসে লন্ডনে খেতে থাকে গাজা
পল্টনে বসে কেউ ভাবে নিজে রাজা।
দানবিক হুংকারে কেঁপে ওঠে ঢাকা
কোনো কোনো মা' র কোল হয়ে গেল ফাঁকা।
রক্তের হোলিখেলা খেলে যেন কারা?
এই দেশ মাটি মেনে নেয়নি তো যারা।
ওরা অতি বর্বর নরপশু হায়না
স্বদেশের উন্নতি কখ্খনো চায় না।
অতিতেও ভয়ানক রূপ ছিল জানি তো
প্রকাশ্যে নারীদের হাত ধরে টানিতো।
নৌকায় ভোট কেন দিয়েছিল রমা রায়?
বারবার পায়ে ধরে নতশিরে ক্ষমা চায়-
বর্বর খুনীদের মন তবু গলেনি
মানবতা বোধে তারা একচুল টলেনি।
বাড়িঘর পুড়িয়েছে মেরেছিল কত লোক
বহুদিন মানুষের বুকে ছিল শত শোক।
পূর্ণিমারা কেঁদে কেঁদে ফরিয়াদ করেছিল
দুহাজার আট সালে তাই ডুবে মরেছিল
জনগণ মুখ বুজে সবকিছু সয়েছিল
সেই ক্ষোভে তাহাদের ভরাডুবি হয়েছিল।
পিঁপড়ার পাখা হয় মরিবার তরে
আবারও সেই কথা দিই মনে করে।