বিশ্বের মুসলিম নারী নেতৃবৃন্দ (পর্ব-৭)-আজারবাইজান

 গণীরা পশাইভ

পরিবারের সদস্যসহ পশায়েভ



গণীরা আলাসগার কুইজি পশাইভঃ (৭ মার্চ ১৯৭৫-২৮ সেপ্টেম্বর ২০২৩) আজারবাইজান জাতীয় পরিষদের একজন সদস্য ছিলেন।

 

গণীরা পশাইভ ৭ মার্চ ১৯৭৫ সালে তোভুজ রায়ন-এ জন্মগ্রহণ করেন। তিনি আজারবাইজান ষ্টেট মেডিক্যাল ইউনিভার্সিটির পেডিয়াট্রিক্স বিভাগ থেকে স্নাতক পাশ করেন। বাকুতে অবস্থিত বাকু রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিভাগ থেকেও শিক্ষা লাভ করেন। তিনি ইংরেজি এবং রাশিয়ান ভাষায় কথা বলতেন।

 

১৯৯৮ সাল থেকে তিনি টেলিভিশন কোম্পানি এএনএস গ্রুপের একজন সাংবাদিক, সংবাদদাতা, সম্পাদক, প্রধান সম্পাদক, সিনিয়র নেতৃস্থানীয় সম্পাদক, ডেপুটি এডিটর-ইন-চীফ এবং সংবাদ বিভাগের ডেপুটি এডিটর-ইন-চীফ হিসাবে কাজ করেছেন। ২০০৫ সালে তিনি হায়দার অলিয়েভ ফাউন্ডেশনের জনসংযোগ বিভাগের প্রধান হন।

 

৬ নভেম্বর ২০০৫-এ তিনি তোভুজ নির্বাচনী এলাকা নং ১০৫ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি আন্তর্জাতিক ও আন্তঃসংসদীয় সম্পর্ক বিষয়ে আজারবাইজান জাতীয় সংসদের স্থায়ী কমিশনের সদস্য এবং আন্তঃসংসদীয় সম্পর্কের বিষয়ে আজারবাইজান-জর্জিয়া কার্যনির্বাহী দলের প্রধান। তিনি আজারবাইজান-ভারত, আজারবাইজান-তুরস্ক এবং আজারবাইজান-জাপানের আন্তঃসংসদীয় সম্পর্কের কর্মরত দলের সদস্য ছিলেন। তিনি ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় পরিষদে আজারবাইজান প্রজাতন্ত্রের প্রতিনিধি দলের সদস্য ছিলেন।

 

গণীরা পশায়েভ চলতি বছর ২৪ সেপ্টেম্বর হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বাকুর কেন্দ্রীয় ক্লিনিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি কমায় চলে যান এবং তাকে নিবিড় পরিচর্যা ইউনিটে রাখা হয়। ৪ দিন পর ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে মাত্র ৪৮ বছর বয়সে তিনি মারা যান।

(সূত্রঃ ইন্টারনেট)

 

 

 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url