ইরানে ফের মাহসা আমিনীর হাল আরেক ষোড়শীর!
এ বর্বরতার শেষ কোথায়?
ইরানে ফের মাহসা আমিনীর হাল আরেক ষোড়শীর!
হিজাব না পরার অপরাধে ১৬ বছরের "আরমিতা গেরাভান্ড" নামক এক কিশোরীকে ঐ দেশের শরিয়া পুলিশ বেধড়ক মারধর করার এক পর্যায়ে রড দিয়ে মাথায় আঘাত করায় কোমায় চলে গিয়েছে।
রোববার (১ অক্টোবর) তেহরান মেট্রোর শোহাদা স্টেশন থেকে ট্রেনে ওঠার সময় হিজাব না পরার কারণে ঐ কিশোরীর উপর এমন বর্বরতা চালানো হয়। তেহরানে বসবাস করলেও দেশের পশ্চিমাঞ্চলে কুর্দী অধ্যুষিত কারমানশাহের বাসিন্দা আরমিতা।
তেহরানের ফজর হাসপাতালে আরমিতার চিকিৎসা চলছে। কিশোরীর মা শাহিন আহমাদিকেও ওই হাসপাতালের বাইরে থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরিবারের সব সদস্য থেকে মোবাইল ফোন কেড়ে নেয়া হয়েছে।
কোমায় থাকা কিশোরীকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে। খবর সংগ্রহের জন্য হাসপাতালে গেলে স্থানীয় এক সাংবাদিককেও সাময়িকভাবে আটক করে পুলিশ।
এরকম একটি ভয়ংকর "ভাইরাস" পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়লে নিরাপত্তাহীন হয়ে পড়বে মুসলিম বিশ্বের মেয়েরা।