বাংলা টিভি সিরিয়াল নিয়ে রম্য রচনা

 ছবি: জি বাংলার 'নিম ফুলের মধু' সিরিয়াল থেকে। 



বাংলা টিভি সিরিয়ালগুলোকে যারা নিন্দেমন্দ করেন, তাদের জানাই, এই সিরিয়ালগুলো থেকে অনেক ভালো শিক্ষাও পাওয়া যায়, যেমন: 

১) বড় বড় পরিবার, আত্মীয় পরিজন  আজকাল দেখিই বা কোথায় আমরা! সিরিয়ালের সুবাদে তা দেখতে পাই।

২) হোয়াটস্যাপ নয়, ফেসবুক নয়, সক্কলে একে অন্যের সঙ্গে সত্যিকারের কথাবার্তা বলে! হোক না ঝগড়া বা দোষারোপ, তবু কথাই তো বলে!

৩) একে অন্যের বাড়ি বেড়াতে আসে; সে চুকলি কাটতে হলেও, আসে তো!  

৪) সিরিয়ালের মধ্যে কেউ "বাংলা টিভি সিরিয়াল" দেখেও না, তা নিয়ে আলোচনাও করে না।  শিক্ষণীয় তো বটেই! 

৫) আরো আছে, কিন্তু সব আমি একাই বা বলব কেন! দেখেন নি, সিরিয়ালে একজন কিছু বলতে শুরু করলেই বাকিরা কেমন কথাটা এগিয়ে নিয়ে যায়!!

একজন কমেন্টে আরো দুই পয়েন্ট যোগ করেছে:

৬) যা করার এক ছাদের তলেই করে। ঘন ঘন সেট পাল্টাতে হয় না।

৭) সবাই খারাপ হলেও বাড়ির একটা বউ এতো ভালো হয়, একাই একহাজার।

লিখেছেন; বিপ্লব কুমার দে
পয়েন্ট যুক্ত করেছেন: আতাউর রহমান খান 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url