বাংলাদেশে মোবাইল ফোন সম্পর্কে নিজের অভিজ্ঞতা থেকে কিঞ্চিৎ


 

17150083xx 

জিপি গোল্ড নামক প্যাকেজের গ্রামীণ ফোনের এই  সিমটি ২০০৩ সালে কিনেছিলাম মাত্র(!) ১১,২০০ টাকা দিয়ে। 

 

তার আগে 0171164xxxx নম্বরের একটা সিম ব্যবহার করতাম। তা দিয়ে ল্যান্ড ফোনে কল করা যেতো না। 

 

এই সিমের মাধ্যমে ল্যান্ডফোনে ইনকামিং - আউটগোয়িং সুবিধা দেয়া হয় বলে নতুন সিম নেই। 

 

তবে চার্জ ছিলো অনেক বেশি। ল্যান্ড ফোন থেকে আসা (ইনকামিং) কলেরও ৩.৪৫ টাকা, পরে ২.৩০ টাকা চার্জ কাটা হতো। আউটগোয়িং কলের চার্জ ছিলো ৬.৯০ টাকা। কোনো পালস ছিলো না।

 

অন্যান্য অপারেটররা আসার পর প্রতিযোগিতার বাজারে এখন কলরেট নেমে ৬০ পয়সা হয়েছে। 

আগে কোনো পালস ছিলো না। ১০ সেকেন্ড কথা বললেও ৬.৯০ টাকা কেটে নিতো। 

এখন প্রতি সেকেন্ডে পালস।

 

সিটিসেল ছিলো আরো ১০০ ধাপ উপরে। সিডিএমএ সিস্টেমের সিটিসেল ফোনে অন্য সিম ব্যবহার করা যেতো না। বাধ্যতামূলক তাদের নেটওয়ার্ক ব্যবহার করতে হতো। প্রথম প্রথম সিটিসেলের "হাম্বল" সাইজের একটা সেটের দাম ছিলো ১ লক্ষ টাকার উপরে। অথচ তাদের কর ফকির পরিমাণ ৫০০ কোটি টাকা - যে কারণে বন্ধ হয়ে গেছে সিটিসেল। 

 

চাকরির সুবাদে কোম্পানি প্রদত্ত দুইটা সিটিসেল মোবাইলও ব্যাবহার করেছি। সেট নষ্ট হওয়ার পর জিএসএম সিস্টেমের জিপির সিম ব্যবহার শুরু করি।

 

কি পরিমান টাকা জনগণের পকেট কেটে লুট করেছে বিএনপির তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের সিটিসেল আর ড. ইউনুসের গ্রামীণ ফোন এবং তার গ্রামীণ ব্যাংক, একবার পেছন ফিরে চিন্তা করে দেখুন।

 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url