রাজধানীতে বিকাশের মাধ্যমে ভিক্ষা নিলেন ভিক্ষুক
আইডিয়াটা
ভালো। পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা দিয়ে আবার মানিবব্যাগ পকেটে ঢুকাতে অনেক
সমস্যা।
অনেক সময়
ব্যাক পকেটের বোতাম লাগাতে ভুলে গেলে মানিব্যাগ হারিয়ে যাওয়ার ভয়ও থাকে।
আবার
মানিব্যাগে খুচরা টাকা থাকে কিনা সেটাও ব্যাপার।
তাছাড়া নগদ
টাকা দিতে যতটা পরানের ভিতর ছ্যাৎ করে ওঠে, মোবাইলের পেট থেকে বের করতে ততটা করে
না।
নিজের পেট আর
পরের পেট বলে কথা!
তবে
বিত্তশালী অনেকেই বিকাশ বা নগদ অ্যাপ ব্যবহার করেন না। তাই ব্যাংকগুলো তাদের দানের
খাত থেকে কিছু পজ মেশিন বেছে বেছে কিছু কিছু ভিক্ষুকদের মাঝে বিতরণ করতে পারে,
যাতে যাদের বিকাশ বা নগদ এপ্স নাই তারা পজ মেশিনে পেমেন্ট করতে পারে!
তবে এক্ষেত্রে
যেসব ব্যাংকের কার্ড ব্যবসা বেশি প্রসারিত সেই ব্যাংকের মেশিন না হলে আবার সমস্যা
হবে। মাল্টি মেশিন আছে কিনা আমার জানা নাই।😀
জয় হোক
ডিজিটাল বাংলাদেশের।❤️