রাজধানীতে প্রকাশ্যে সন্ত্রাসী হামলায় ২৪ বছর পর জেল থেকে বেরিয়ে এসে শীর্ষ সন্ত্রাসী মামুন গুরুতর আহত
সন্ত্রাসী
কর্মকাণ্ডে একই সন্ত্রাসী গ্রুপ "ইমন - মামুন" গ্রুপের দুই শীর্ষ
সন্ত্রাসী বিভিন্ন খুনের মামলায় দীর্ঘদিন যাবত জেলে। ২৪ বছর পর মামুন জামিনে
বেরিয়ে এলেও ইমন জেলেই রয়ে গেছে।
গতকাল রাত
সাড়ে ৯ টায় তেজগাঁও শিল্প এলাকায় বিজি প্রেসের সামনে প্রধান সড়কে মামুনের
গাড়ি ঘিরে ফেলে ৪/৫ টি মোটর সাইকেল এবং তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি
লক্ষ্যভ্রষ্ট হলে সেই সুযোগে মামুন ও তার ২ সহযাত্রী দৌড়ে পালাতে গেলে মামুনকে
কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা।
এতে এক
পথচারী ও অন্য এক মোটরসাইকেল আরোহী গুলিতে আহত হয়।
জানা যায়
জেলে থাকতেই ইমন ও মামুন দ্বন্দ্বে জড়িয়ে পড়ে এবং কোর্টে হাজিরা দেয়ার সময়
ইমন মামুনকে দেখে নেয়ার হুমকি দেয়। তারই জেরে ইমনের ভাড়াটে সন্ত্রাসী
দিয়ে এই হামলা চালানো হয় বলে মামুনের স্বীকারোক্তি অনুযায়ী ধারণা করছে পুলিশ।
বহুদিন
প্রকাশ্যে এমন ঘটনা ঘটেনি। তবে সব আসামিকে গ্রেফতার করা সম্ভব হবে বলে আশাবাদ
ব্যক্ত করেছে পুলিশ।
জানা যায়,
ইমন - মামুন গ্রুপ চিত্র নায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি।