জীবনানন্দ দাশ - কায়সার আহমেদ

জীবনানন্দ দাশকে পৃথিবীর বিশজন শ্রেষ্ঠ কবির একজন বলে আমি মনে করি! জীবনানন্দ দাশের কবিতা আজকে পড়লে যেরকম 'আধুনিক' লাগে! আগামী একহাজার বছর পরে পড়লেও, সেই একই রকম নান্দনিকতায় 'আধুনিক' মনে হবে! জীবনানন্দ দাশের পংতিগুলোকে শব্দে শব্দে, বাক্যে বাক্যে লিখে ব্যাখ্যা করা প্রায় অসম্ভব! এই কবির লেখাকে শুধুমাত্র শৈল্পিক মনন ও চোখ দিয়েই অনুভব করা যায়, কিন্তু কাগজে কলমে লিখে তা প্রকাশ করা প্রায় মুশকিল! জীবনানন্দের স্বকীয়তা এবং শ্রেষ্ঠত্ব এখানেই! 

 "হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে.... 
চুল তার কবেকার অন্ধকার বিদিশার দিশা, মুখে তার শ্রাবস্তীর কারুকার্য... সব পাখি ঘরে আসে, সব যদি ফুরায় এ জীবনের সব লেনদেন... থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন!" "ফিরে এসো সুরঞ্জনা, নক্ষত্রের রুপালি আগুন ভরা রাতে, ফিরে এসো এই মাঠে, ঢেউয়ে, ফিরে এসো হৃদয়ে আমার.... সুরঞ্জনা, তোমার হৃদয় আজ ঘাস, বাতাসের ওপারে বাতাস, আকাশের ওপারে আকাশ!" "তোমরা যেখানে সাধ চলে যাও, আমি এই বাংলার পারে রয়ে যাবো! দেখিব, কাঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে, দেখিব খয়েরি ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে! ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে নাচে একবার, দুইবার, তারপর বনের হিজল তারে ডাক দিয়ে নিয়ে যায় হৃদয়ের কাছে!" "শোনা গেলো লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার সাধ!" আহা কি অপূর্ব, কি অনবদ্য, কি অসাধারণ শব্দ, উপমা ও ভাবশৈলীর জাদুকরী এক ইউনিক প্রকাশ কবির এই অমর সৃষ্টিগুলো! আজ কেন জানি হঠাৎ প্রিয় কবির বিখ্যাত সব কবিতার লাইনগুলো বারবার মনে পড়ছে! -
কায়সার আহমেদ
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url