বিএনপির অপপ্রচার

বিএনপির অপপ্রচার

বিএনপি এখনো তাদের আমলে ২২ টাকা কেজি চাল ছিলো বলে উল্লেখ করে বক্তৃতা দেয়। অজ্ঞের মতো কথা বললে হবে? স্বাধীনতার অল্প আগেও লঞ্চে ৩ টাকা, বাসে সাড়ে চার টাকায় রাজবাড়ী থেকে ঢাকায় আসা যেতো। এখন লাগে ৪০০-৬০০ টাকা। তখন চাউলের দাম ছিলো এক টাকারও কম, তাও মানুষ কিনে খেতে পারতো না। এখন খেটে খাওয়া মানুষের ভাতের অভাব নাই। 

 খেটে খাওয়া মানুষ কারা? 
 অনেকে শুনে অবাক হবেন, কিছুদিন আগে আমার বাসায় একজন খন্ডকালীন গৃহকর্মী ("ছুটা বুয়া") ছিলো। একদিন হিসেব দিলো, সকাল ৬ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৮ বাসায় কাজ করে। তার মাসিক আয় ২০,৫০০ টাকা। 

 বাসাবাড়িতে কাজ করা মহিলাদের বাসায়ও ওয়াইফাই সংযোগ আছে। আমার নিজের বাসায় এরকম কয়েকজন গত হয়েছে। এখনো আছে। 

 ঢাকা শহরে একজন স্থায়ী গৃহকর্মী থাকা - খাওয়া কাপড়চোপড় সহ নিম্নতম ৮ থেকে ১২ হাজার টাকা বেতন পায়। ক্ষেত্র বিশেষে এর বেশিও আছে। তখন কি তা ছিলো? 

 অতএব, পেছনের উদাহরণ টেনে দেশকে আবার পিছিয়ে নেয়ার পাঁয়তারা করে লাভ নেই। এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যাচ্ছে বিশ্ব। শায়েস্তা খাঁর আমলে টাকায় ৮ মণ চাল ছিলো। অথচ এক তৃতীয়াংশ মানুষের কপালে ভাত জুটতো না।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url