স্যার ম্যানিয়া




বিতর্ক যেনো থামছেই না। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী বলেছেন ভাই বা আপা ডাকা যাবে। কর্মকর্তারা স্যার না ডাকলে ক্ষেপে যাচ্ছেন। এই সমস্যা নিচের পদবীর অফিসারদের মধ্যেই বেশি পরিলক্ষিত হচ্ছে। 

 অনেকে আবার বিসিএস ক্যাডার হলেই নিজেকে কোনো ভিন গ্রহ থেকে আগত বলে ভাবছেন! আমার মতে যারা স্যার ডাকতে অনিচ্ছুক, নিজেকে সম পর্যায়ের কিংবা সিনিয়র বলে মনে করেন তারা ভাই কেনো? পদবী অনুযায়ী "অমুক" সাহেব "তমুক" সাহেব বলতে পারেন। যদিও অনেক ক্ষেত্রেই ভাই কালচার প্রচলিত। 

 তবে সংশ্লিষ্ট কর্মকর্তার অফিসের অধস্তনদের বেলায় ভিন্ন কথা। সাধারণ জনগণ তিনি যে স্তরেরই হোন, স্যার বলতে বাধ্য করা অনভিপ্রেত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url