আরাভ খান দুবাইয়ে আটক হয়নি
দুবাইয়ে পালিয়ে থাকা রবিউল ইসলাম ওরফে আরাভ খান এখনো আটক হয়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এ তথ্য জানান।
চার বছর আগে ঢাকায় এক পুলিশ কর্মকর্তা হত্যার আসামি হওয়ার পর দেশ থেকে পালিয়ে যায় রবিউল ইসলাম আপন। প্রথমে ভারতে গিয়ে আরাভ খান নামে পাসপোর্ট নিয়ে দুবাইয়ে যায় সে। সেখানে এখন বড় স্বর্ণ ব্যবসায়ী হয়ে উঠেছে এই পলাতক আসামি।
১৫ মার্চ দুবাইয়ের নিউ গোল্ড সুকে জমকালো অনুষ্ঠানে আরাভ জুয়েলার্স নামে একটি গয়নার দোকানের উদ্বোধন করে সে। ওই অনুষ্ঠানে বাংলাদেশের ক্রীড়া ও বিনোদন জগতের অনেক তারকাকে হাজির করে গণমাধ্যমের আলোচনায় উঠে আসে রবিউল ইসলাম মোল্লা ওরফে আপন মোল্লা ওরফে আরাভ খান।