দুর্নীতির বলি নিরীহ প্রাণ

কিছু লিখতে ইচ্ছে করেনা। নিজের খেয়ে বনের মোষ তাড়িয়ে লাভ কি? বাংলাদেশে শতভাগ কমপ্লায়েন্স ফ্যাক্টরি একটিও নেই। কৃতিত্ব অসাধু ব্যবসায়ী আর সরকারি দপ্তরের মহামহিমদের(!) 

কর্মকর্তা-কর্মচারী! ঘুষ খান, খান। ঘুষ তো আর বন্ধ করা যাবে না- 'তাইলে প্রধানমন্ত্রীরও চাকরি থাকবে না'! কিন্তু চুরি করতে দিয়েন না। 

 আঠারো ঘন্টা যাবৎ আগুনে জ্বলছে রূপগঞ্জের হাসেম ফুডসের ফ্যাক্টরি। তা জ্বলুক। তাদের অবৈধ টাকা আছে, আরো পাঁচটা ফ্যাক্টরি বানাতে পারবে। কিন্তু যেসব অসহায় শ্রমিকের প্রাণ গেলো তাদেরকে ফিরিয়ে দেবে কে? 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url