গজল সম্রাট মেহেদী হাসান(১৯২৭-২০১২)


গজল সম্রাট মেহেদী হাসান


উপমহাদেশের গজল সম্রাট খ্যাত মেহেদী হাসান ভারতের রাজস্থান রাজ্যের ঝুনঝুনা জেলায় একটি ট্রেডিশনাল সংগীত পরিবারে জন্মগ্রহন করেন । মেহেদী হাসান ও তার বড় ভাই কিশোর বয়সেই তার বাবা ওস্তাদ অযীম খান ও চাচা ওস্তাদ ইসমাইল খানের কাছে ধ্রুপদী ও খেয়াল শেখেন এবং মাত্র ৫ বছর বয়সে তিনি অবিভক্ত পাঞ্জাবে প্রথম কনসার্টে পারফর্ম করেন। 

ভারত ভাগের পর ২০ বছর বয়সে মেহেদী হাসান ও তার পরিবার পাকিস্তান চলে যান এবং গুরুতর আর্থিক কষ্ট ভোগ করেন। পাকিস্তানে মেহেদী হাসান প্রথমে একটা সাইকেল দোকানে চাকরি এবং পরে একটি গাড়ী ও ডিজেল ট্রাক্টর মেকানিক হিসেবে কর্মজীবন শুরু করেন। 

’প্রতিভা কখনও চাপা থাকে না’ । এভাবে ১০ বছর কষ্ট করার পর অবশেষে ১৯৫৭ সালে তিনি রেডিও পাকিস্তানে গান গাওয়ার সুযোগ পান । তার পরবর্তী জীবন শুধুই ইতিহাস। 

তার গাওয়া আমার একটি প্রিয় গজলঃ >>>>>> "গুলমে রং ভরে, বাদিনো বাহারে চলে”। গানটি তার ছেলে কামরান হাসানও গেয়েছেন, কিন্তু ততো ভাল লাগেনি।
Next Post Previous Post
1 Comments
  • Ataur Rahman Khan
    Ataur Rahman Khan 08 December, 2024 15:58

    স্মরণ করি

Add Comment
comment url