সংবাদ - চকবাজারে আগুনের সূত্রপাত

একটি কমিউনিটি সেন্টারে চলছিলো গায়ে হলুদের অনুষ্ঠান। সেখানে আগত একটি প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। সেই আগুন গিয়ে লাগে আরেকটি পিকআপভ্যানে, যেখানে প্রায় ৮-১০টা সিলিন্ডার পরিবহন করছিল। ওই সিলিন্ডারগুলো একযোগে বিস্ফোরিত হয়ে আগুণ লাগে পাশের বৈদ্যুতিক ট্রান্সফর্মারে। সেখানে আরো ছিল এসির কম্প্রেসারের ইউনিট। সেখানে লেগে আগুন ছড়িয়ে যায় ইলেকট্রিক তারে।

পাশে একটি হোটেল ছিল। আগুন ছড়িয়ে পড়ে হোটেলটিতেও। সেখানে ৪টি বড় গ্যাস সিলিন্ডার ছিল রান্নার।সেগুলোতেও আগুন লেগে যায়। ফলে ভয়াবহভাবে পুরো এলাকায় আগুন ছড়িয়ে পড়ে। রিকশাযাত্রী, পথচারী যারা রাস্তায় ছিল তারা নিজেকে বাঁচাতে পেড়েছেন।
এই আগুন গিয়ে লেগেছে বড় ৬ তলাবিশিষ্ট একটি ভবনে এবং এর আশপাশের ভবনে। সেটিও হয়তো খুব সহজে নিয়ন্ত্রণে নিয়ে আসা যেত। কিন্তু ওই ভবনটির নিচতলায় ছিল প্লাস্টিকের দানা। তিনতলায় ছিল বডি স্প্রের গোডাউন।

লোকে বলে 'দূর্ঘটনা দূর্ঘটনাই'। তবুও প্রতিটি দূর্ঘটনা কিছু প্রশ্নের জন্ম দিয়ে যায়। যা মানুষ মনে রাখে না। মনে রাখলেও সমাজের কিছু দূর্নীতিপরায়ণ মানুষের কারণে ঘটে অঘটন। প্রাণ যায় কিছু সাধারণ মানুষের।
Next Post Previous Post
1 Comments
  • Ataur Rahman Khan
    Ataur Rahman Khan 08 December, 2024 15:57

    শুরুর দিকের লেখা

Add Comment
comment url