যাবার আগে কিছু বলে গেলে না - হেমন্ত মুখোপ্যধ্যায়। Lyrics বা গানের কথা

হেমন্ত মুখোপ্যধ্যায়

যাবার আগে কিছু বলে গেলে না
নীরবে শুধু রইলে চেয়ে
কিছু কি বলার ছিল না।।
তখনো বসন্ত শেষ চৈত্রের বেলা
তখনো বাতাস আঁচলে করে যে খেলা
তখনো পাখির গানে সাজানো ফুলের মেলা
ওদের ঐ উচ্ছ্বাস এতটুকু তুমি কি গো
তোমার হৃদয়ে পেলে না।।

এত কি অভিমান, ভুল বোঝা বল কত
কিসের বেদনাতে প্রেমকে কাঁদালে এত
কিসের অহংকারে এখনো আগেরই মত
আমার এই প্রশ্নের কোনই জবাব তুমি
এখনো আমাকে দিলে না।।
Next Post Previous Post
1 Comments
  • Ataur Rahman Khan
    Ataur Rahman Khan 08 December, 2024 15:56

    শুরুর দিকে

Add Comment
comment url